ওয়াকফ প্রশাসকের খালিদ বিন ওয়ালিদ মাদ্রাসা ও আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি

গত ৪ জুলাই, ২০২৫ তারিখে দুপুর ১২টায় বাংলাদেশ ওয়াকফ প্রশাসক নূর-ই-আলম কক্সবাজারের ওয়াকফ স্টেট খালিদ বিন ওয়ালিদ মাদ্রাসা ও আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা পরিদর্শন করেন। এই পরিদর্শনে তার সঙ্গে ছিলেন কক্সবাজার জেলার ওয়াকফ হিসাব নিরীক্ষক আল আমিন, স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ওয়াকফ স্টেট কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক সাহেদ খান, মাদ্রাসার মোতাওয়াল্লি মুফতি হোসাইন আহমেদ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ওয়াকফ প্রশাসক মাদ্রাসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। আলোচনায় মাদ্রাসার পূর্ববর্তী সময়ের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয় উঠে আসে। প্রশাসক নূর-ই-আলম এসব বিষয়ে বিস্তারিত শোনেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। তিনি ওয়াকফ প্রশাসকের কার্যালয় থেকে মাদ্রাসা কমিটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং দ্রুততম সময়ের মধ্যে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তাগিদ দেন।


মতবিনিময় সভায় প্রশাসক নূর-ই-আলম উপস্থিত সকলকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মাদ্রাসার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমেই মাদ্রাসার প্রকৃত সাফল্য সম্ভব।
এই পরিদর্শনের মাধ্যমে মাদ্রাসার উন্নতির জন্য একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

পূর্বের খবর“জুলাই -আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন করতে হবে “
পরবর্তি খবরবেপরোয়া বাইক-বাস-ব্যাটারি চালিত বাহন, নেই শৃঙ্খলা প্রতিদিন পথে ঝরেছে ১৫ প্রাণ : সেভ দ্য রোড