ঐতিহ্যবাহী মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২৫ উদযাপন প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্য অর্জন

ঐতিহ্যবাহী মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত বিজ্ঞান ও কুইজ প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্যঃ

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালী উপজেলায় আয়োজিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় মহেশখালী আইল্যান্ড হাই স্কুল এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

✌️দলীয়ভাবে কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে।
দলের সদস্য :
১.আলমজাদি শিফায়ে মিল্লাত -দশম (বিজ্ঞান)
২. শুহরাহ উদ্দিন সৌরভ – দশম (বিজ্ঞান)
৩. আশেকুল ইসলাম রাহুল- দশম (বিজ্ঞান)

✌️বিজ্ঞান অলিম্পিয়াডের কৃতিত্ব :
১.আলমজাদি শিফায়ে মিল্লাত -দশম – ১ম স্থান
২. মুনতাহা ফাতিহা ইরতিফা – দশম- ৩য় স্থান
৩. আশেকুল ইসলাম রাহুল- দশম – ৪র্থ স্থান
৪. শুহরাহ উদ্দিন সৌরভ – দশম – ৫ম স্থান।

শিক্ষার্থীদের প্রতিভা, উদ্ভাবনী চিন্তা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত এই সাফল্য শুধুমাত্র বিদ্যালয়ের নয়, পুরো মহেশখালীর জন্য গৌরবের বিষয়। এ প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে বিজ্ঞানচর্চার ক্ষেত্রে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে।

এই সাফল্যের পেছনে রয়েছে শিক্ষার্থীদের অবিরাম প্রচেষ্টা, শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় তত্ত্বাবধান ও দিকনির্দেশনা, এবং অভিভাবকদের অমূল্য সহযোগিতা। মহেশখালী আইল্যান্ড হাই স্কুল বরাবরই শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তি-জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করে আসছে। এই সাফল্য তারই একটি ফলাফল।

বিজ্ঞানচর্চা ও প্রযুক্তির জগতে নতুন দিগন্ত উন্মোচনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। শিক্ষার্থীদের এই অনবদ্য অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানের পথে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।

এই গৌরবোজ্জ্বল মুহূর্তের জন্য অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আজিজুল করিম মহোদয়।

“জ্ঞান-বিজ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক আমাদের আগামী প্রজন্ম।”

মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের প্রতিটি শিক্ষার্থীই আমাদের গর্ব। আমরা আরও বড় স্বপ্ন দেখতে চাই এবং সেই স্বপ্ন পূরণের পথে একসঙ্গে এগিয়ে যেতে চাই।

পূর্বের খবরব্যাংক থেকে ১৭ বিলিয়ন মার্কিন ডলার লুট করেছে হাসিনা সরকার :ড. ইউনূস
পরবর্তি খবরধলঘাটায় ‘ফাইভ স্টার সেবার আলো ফাউন্ডেশন’ এর শীতবস্ত্র বিতরণ সম্পন্ন: