সংবাদপত্রের কালো দিবসে সাংবাদিক ইউনিয়নের সভায় বক্তারা
নিজস্ব প্রতিবেদক
১৬ জুন সংবাদপত্রের কালো দিবসের আলোচনায় সাংবাদিক নেতারা বলেছেন, কক্সবাজারে সাংবাদিক নামধারী যারা সাংবাদিকদের গলা টিপে ধরেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তাদের মতে, ফ্যাসিবাদ বিরোধী সাংবাদিক ঐক্য গড়ে তুলতে হবে।
তাদের মতে, যারা আওয়ামী দোসরদের সাথে মিলেমিশে ছিল তারাই এখন কক্সবাজার প্রেস ক্লাব দখল করে রেখেছে। তাঁরা আমাদের বিশ্বাসের সাথে বিস্বাসঘাতকতা করেছে।
সোমবার (১৬ জুন) সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি (রেজি চট্টো ২৫৭৫) আয়োজিত সংবাদপত্রের কালো দিবসের আলোচনায় বক্তাগণ এসব কথা বলেন।
কক্সবাজার প্রেসক্লাবে সন্ধ্যায় জেইউসি’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেইউসি’র সাবেক সভাপতি ও গবেষক মুহম্মদ নুরুল ইসলাম।
সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনছার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেইউসি’র সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জি এ এম আশেক উল্লাহ এবং কবি ও রাজনীতিক রুহুল কাদের বাবুল।
এতে আরও বক্তব্য রাখেন সাবেক দুই সাধারণ সম্পাদক হাসানুর রশিদ ও মোস্তফা সরওয়ার, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদউর রহমান মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ মনসুর, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইসলাম মাহমুদ, নির্বাহী সদস্য মহিউদ্দিন মাহী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ হোসাইন, জেইউসি সদস্য আতিকুর রহমান মানিক, শামসুল আলম শ্রাবন, রাশেদুল ইসলাম, আব্দুল হালিম, তারেক হায়দার প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন
জেইউসি’র নতুন কমিটির কোষাধ্যক্ষ নুরুল হক চকোরী।
সভায় বক্তাগণ বলেন, সাংবাদিকদের কর্মসূচীতে রাজনৈতিক নেতা-কর্মীদের উপস্থিতির কারণে যদি কোনো সংঘাত সৃষ্টি হয় তার দায় আমরা নেবো না।
তাঁরা বলেন, আমাদের মাঝে মান-অভিমান থাকবে, বিভেদ থাকবে, সেটা আমাদের বিষয়। সেখানে রাজনৈতিক দল এসে পাহারা দেয়া কোনো ভাবেই মেনে নেয়া যায় না।