প্রেস বিজ্ঞপ্তি, ২৫ জানুয়ারি ২০২৫
“যুব সমাজের চিন্তার পরিশুদ্ধি ও নৈতিক পুনর্গঠনে জামায়াত কাজ চালিয়ে যাচ্ছে ” -আনোয়ারী
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, জামায়াতে ইসলামী যুব সমাজের চিন্তার পরিশুদ্ধি ও নৈতিক পুনর্গঠনে বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে। দেশ কে সমৃদ্ধশালী ও উন্নত পর্যায়ে উপনীত করতে হলে যুব শক্তিকে কাজে লাগাতে হবে। যুব চরিত্র কে ইসলামের আলোকে সাজানো হলে সমাজে একটি নৈতিক প্রভাব পড়বে যা সামাজিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। বেকার যুবকদের দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে জামায়াতের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি যুবকদের কে ইসলামী জীবনাদর্শের আলোকে জীবন গঠন ও পরিচালনা করার আহ্বান জানান। উখিয়া উপজেলা যুব বিভাগ সভাপতি মাওলানা আবদুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নুরুল হক, সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার খাইরুল বাশার, রাজা পালং ইউনিয়ন আমীর রুহুল আমীন, পালং খালী ইউনিয়ন আমীর আবুল আলা রোমান, সাবেক আমীর শফিকুল আলম সিকদার, জহির আহমদ প্রমুখ।