ঈদগাঁও উপজেলা জামায়াতের প্রস্তুতি সভায় অনুষ্ঠিত।

প্রেস বিজ্ঞপ্তি, ২৮ জানুয়ারি ২০২৫
“৮ ফেব্রুয়ারির কর্মী সম্মেলন সফল করুন “
আমীরে জামায়াতের আগমন উপলক্ষ্যে ঈদগাঁও উপজেলা জামায়াতের এক প্রস্তুতি সভা উপজেলা আমীর মাওলানা সেলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে ২৮ জানুয়ারি বিকেলে স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। প্রধান অতিথি বলেছেন, ৮ ফেব্রুয়ারি কক্সবাজারে আমীরে জামায়াতের আগমনে জেলা ব্যাপী উৎসাহ – উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জামায়াতের প্রতি দেশবাসীর প্রত্যাশা পূরণে আমীরে জামায়াতের এই সফর একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। বিশেষ করে কক্সবাজারের পরিকল্পিত উন্নয়ন এবং স্থানীয় উৎপাদনমুখী শিল্প ও কৃষি খাত কে জাতীয় পর্যায়ে আরো গুরুত্ব দিয়ে তুলে ধরতে আমীরে জামায়াতের ৮ তারিখের সফরের মাধ্যমে গতিশীলতা বৃদ্ধি পাবে বলে আমাদের বিশ্বাস। তিনি জেলাবাসী কে ৮ তারিখ কর্মী সম্মেলন সফল করতে সার্বিক সহযোগিতার আহ্বান জানান। উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসাইন, উপজেলা নায়েবে আমীর মাওলানা ছৈয়দ নূর প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রামু উপজেলা:
৮ ফেব্রুয়ারি কক্সবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষ্যে আয়োজিত কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে রামু উপজেলার ফতেখাঁরকুল ও খুনিয়া পালং ইউনিয়ন শাখার উদ্যোগে পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সভাপতি যথাক্রমে সৈয়দ সোহরাব হোসেন ও ফখরুদ্দীন রাজির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন। বৈঠকে ইউনিয়ন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ৮ তারিখের কর্মী সম্মেলন সফল করতে রামু উপজেলা থেকে বিপুল সংখ্যক জনশক্তি উপস্থিত করানোর বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
পরিবহন শ্রমিক ফেডারেশন:
৮ ফেব্রুয়ারি কক্সবাজার সরকারি কলেজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে কলাতলী জোন পরিবহন শ্রমিক ফেডারেশনের এক প্রস্তুতি সভা জোন সভাপতি এমএ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি মুহাম্মদ শাহজাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, পরিবহন শ্রমিক ফেডারেশন জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ নূর। সভায় পরিবহন সেক্টরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বের খবরআমীরে জামায়াত কক্সবাজারে আগমন উপলক্ষ্যে প্রচার ও মিডিয়া উপকমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
পরবর্তি খবরভারতে উচ্চশিক্ষায় বাংলাদেশি  শিক্ষার্থীদের সতর্ক হওয়ার  আহবান