” ইসলামী আদর্শের আলোকে সমাজ বিনির্মাণে দা’ঈদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।”

দা’ঈদের মোটিভেশনাল প্রোগ্রামে জেলা আমীর আনোয়ারী
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, যারা মানুষ কে আল্লাহর পথে ডাকে তারাই হচ্ছে দা’ঈ ইলল্লাহ। যুগে যুগে লক্ষ লক্ষ নবী- রাসূল মহান আল্লাহ মনোনীত করে মানবজাতিকে সত্য ও সঠিক পথে পরিচালিত করার জন্য আদিষ্ট হয়ে কাজ করেছিলেন। নবী- রাসূলের অবর্তমানে দাওয়াতে দ্বীনের মহান দায়িত্ব উলামায়ে কিরামের উপর অর্পিত। তাই ইসলামী আদর্শের আলোকে সমাজ বিনির্মাণে দা’ঈদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে জামায়াতে ইসলামী দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখা মানবসম্পদ বিভাগের উদ্যোগে ১৮ ডিসেম্বর বেলা ১১ টায় অনুষ্ঠিত শহরের একটি মিলনায়তনে বিভিন্ন উপজেলার বাছাইকৃত দা’ঈদের মোটিভেশনাল প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা সেক্রেটারি ও মানবসম্পদ বিভাগীয় জেলা সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সাংগঠনিক সেক্রেটারি ও জেলা মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, উলামা বিভাগ জেলা সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ, অধ্যাপক মাওলানা আজিজুল হক, অধ্যাপক মাওলানা সেলিম উল্লাহ, মাওলানা আবদুস সোবহান, মাওলানা আবু সায়েম মু. ফোরকান, মাওলানা আবদুল করিম, মাওলানা সিরাজুল হক, মাওলানা হাবিবুল্লাহ প্রমুখ।
পূর্বের খবরশেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের কর ছাড়, বিপুল রাজস্ব থেকে বঞ্চিত সরকার : শ্বেতপত্র
পরবর্তি খবরমার্কিন তেল-গ্যাস কিনুন, নইলে…’ ইইউকে ট্রাম্পের হুমকি