27.4 C
Chittagong
| মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ৯:৩২ অপরাহ্ণ |

ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ববাসীকে রাস্তায় নামার আহ্বান ফিলিস্তিনি যোদ্ধাদের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়ানক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ গড়ে তুলতে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

বিশেষ করে আরব ও মুসলিম দেশগুলোর পাশাপাশি মানবাধিকার ও স্বাধীনতাকামী মানুষদের রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ভোররাতে সেহরির সময় ইসরায়েল গাজায় নৃশংস বিমান হামলা চালিয়ে ব্যাপক প্রাণহানি ঘটিয়েছে।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এই হামলায় এখন পর্যন্ত ৪১৩ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

প্রকাশিত বিবৃতিতে হামাস জানায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার ১৯ জানুয়ারি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। তাদের নতুন হামলা গাজার জনগণকে ভয়াবহ মানবিক সংকটের মুখে ফেলেছে এবং যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে।

হামাসের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব মানবিক সহায়তা প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। এখনো পর্যন্ত সব সহয়তা বন্ধ রয়েছে- ফলে, খাদ্য, পানি ও ওষুধ সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে গাজাবাসী। প্রতিদিনের বোমাবর্ষণ ও অবরোধের ফলে সাধারণ মানুষ অভুক্ত ও চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

হামাস সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও মুসলিম বিশ্বকে ইসরায়েলের এই বর্বর আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক ডেকে ইসরায়েলের হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোও ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি পুনঃস্থাপন ও মানবিক সহায়তা চালুর দাবি জানিয়েছে। গাজার পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের সুর আরও তীব্র হচ্ছে।

পূর্বের খবরছোট মহেশখালীতে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ জামায়েত ইসলামী (ছোট মহেশখালী শাখা)।
পরবর্তি খবরআমরা যদি ফ্যাসিষ্টদের নির্মমতার কথা ভুলে যাই, সামনে কঠিন দিন অপেক্ষা করছে – সহিদুজ্জামান