নিজস্ব প্রতিবেদনঃ-“আগামী ৮ই ফেব্রুয়ারি ২০২৫ ইং কক্সবাজার জেলায় আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে ধলঘাটা ইউনিয়নের স্বাগত মিছিল ও প্রস্তুতি সভা সম্পন্ন”
মোঃ আতিক উল্লাহ (ধলঘাটা প্রতিনিধি )
আগামীকাল ৮ ফেব্রুয়ারী আমীরে জামায়াতের
কক্সবাজার আগমন উপলক্ষে শত শত কর্মীদের নিয়ে স্বাগত মিছিল করেন ধলঘাটা ইউনিয়নের নেতৃত্ববৃন্দ। উক্ত স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন- ধলঘাটা ইউনিয়নের সম্মানিত সভাপতি ডা. নুরুল ইসলাম খাঁন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা কাজী আরমান, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল বাশার,ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক মোঃ আব্দুল গফুর,ইউনিয়ন সমাজ কল্যাণ সম্পাদক দোস্ত মোহাম্মদ, ইউনিয়ন সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আহমদ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, ইউনিয়ন শ্রম বিভাগের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ইউনিয়ন শ্রম বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু নোমান বাপ্পী, ইউনিয়ন জামায়াতের আইটি ও মিডিয়া সম্পাদক মোঃ আতিক উল্লাহ সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত স্বাগত মিছিলটি শুরু হয়েছে বাদে মাগরিব, সুতরিয়া ডেইল সরকারি প্রাইমারি বিদ্যালয়ের মাঠ থেকে মিছিল সহকারে সুতরিয়া বাজারের উত্তর দিক থেকে দক্ষিণ দিক পদেক্ষীন করে, এর পরে বাজার কেন্দীয় জামে মসজিদের সামনে এসে মিছিল সমাপ্ত হয়।
মিছিল শেষে কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে বক্তব্য রাখেন সম্মানিত ইউনিয়ন সভাপতি ডা. নুরুল ইসলাম খাঁন, সেক্রেটারি মাওলানা কাজী মোঃ আরমান, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার, শ্রম বিভাগ,যুব বিভাগ ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
ফেসবুক পেইজ লিংকঃ- https://www.facebook.com/profile.php?id=100070253293068&mibextid=ZbWKwL
সভাপতির বক্তব্য ডা. নুরুল ইসলাম খান বলেন- দেশের সার্বিক উন্নয়ন করতে হলে সৎ লোকের স্বাশন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর আইনের মধ্যে দিয়েই দেশে দীর্ঘ দিনের নৈরাজ্যের অবসান হয়ে শান্তি প্রতিষ্ঠা হবে।
সাধারণ সম্পাদক কাজী মৌ: আরমান সাহেব তার বক্তব্য বলেন দেশের শান্তির স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে কোরআনে আল্লাহ তায়ালা বার বার ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব দিয়েছেন!
অবশেষে সবাইকে আগামীকাল জেলা কর্মী সভা সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে মোনাজাতের মধ্যদিয়ে সভা সমাপ্ত করেন।