সরওয়ার কামাল মহেশখালী ১০ই জানুয়ারী
দেশজুড়ে চলছে কনকনে শীত। তার সঙ্গে ঘন কুয়াশা যোগ হয়ে অসহায় ও দারিদ্র মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, এতিম শিশু, প্রতিবন্ধী ও বৃদ্ধদের জন্য এই শীত যেন আরও কষ্টকর। এমন সময়ে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে মহেশখালী উপজেলা প্রশাসন। ৯ই জানুয়ারী রাতে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ করেন। এ সময় উপজেলার বিভিন্ন এতিমখানা, প্রতিবন্ধী ব্যক্তি, বৃদ্ধ ও অসহায় দরিদ্র মানুষদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলমান শীত মৌসুমে হতদরিদ্র মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে সরকারি সহায়তা পৌঁছে দিতে মাঠপর্যায়ে প্রশাসনের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব করেছে বলে জানান।










































