ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা ভোটার, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন।
নির্বাচন কমিশন (ইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়—
নিবন্ধন প্রক্রিয়া নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকেই চালু।
বিস্তারিত তথ্য পাওয়া যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (ecs.gov.bd)।
ইসি আরও জানায়,
বিদেশ থেকে ভোটদানের জন্য অ্যাপে ঠিকানা সংশোধনের শেষ সময় ছিল ৬ ডিসেম্বর।
নিবন্ধনের সময় যদি ভুল ঠিকানা দেওয়া হয়ে থাকে, তাহলে এডিট মেন্যু ব্যবহার করে আজকের মধ্যেই ঠিকানা সংশোধন করা যাবে।
এ পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৫৭৯ জন প্রবাসী পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।










































