আব্দুর রহিম মহেশখালী নিউজ
দ্বীপ উপজেলা মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে ১৯/ ০৫/ ২০২৫ ইং মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা করেন ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে মৎসজীবীরা প্রায় ১ লক্ষ কোটি টাকার যোগান দেয়।প্রতিবছর একাধিকবার সমুদ্রে মৎস আহরণে নিষেধাজ্ঞার ফলে জেলেরা কয়েকমাস ধরে কর্মহীন হয়ে পড়ে। সরকারের দেওয়া সহায়তা অত্যন্ত অপ্রতুল। যদিও অনিয়মের কারনে প্রকৃত জেলেরা এ সহায়তা পায় না অথবা সময়মত পায় না।
সম্প্রতি জারি করা নিষেধাজ্ঞাকালীন সময়ে ৬০% মৎসজীবীর কাছে এখনো সহায়তা পৌছায়নি।
মতবিনিময় সভায় মৎসজীবীদের নানান সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন তিনি । তিনি মৎসজীবীদের জন্য নিষেধাজ্ঞাকালীন সময়ে প্রতি মাসে পরিবার প্রতি কমপক্ষে ৫ হাজার টাকা ও ৫০ কেজি চাউল বরাদ্ধের দাবী জানিয়েছেন। অনিয়ম রোধে জেলেদের সহায়তা কার্যক্রমে উপজেলা মৎস্য কর্মকার্তার অফিস ও জেলে প্রতিনিধিদের সাথে সমম্বয় করার তাগিদ দিয়েছেন।
তিনি সকল জেলেকে সুদ মুক্ত ঋণ এবং
জীবনবীমার আওতায় আনার দাবী জানিয়েছেন।