“মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ”

আব্দুর রহিম মহেশখালী নিউজ

দ্বীপ উপজেলা মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে ১৯/ ০৫/ ২০২৫ ইং মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা করেন ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে মৎসজীবীরা প্রায় ১ লক্ষ কোটি টাকার যোগান দেয়।প্রতিবছর একাধিকবার সমুদ্রে মৎস আহরণে নিষেধাজ্ঞার ফলে জেলেরা কয়েকমাস ধরে কর্মহীন হয়ে পড়ে। সরকারের দেওয়া সহায়তা অত্যন্ত অপ্রতুল। যদিও অনিয়মের কারনে প্রকৃত জেলেরা এ সহায়তা পায় না অথবা সময়মত পায় না।

সম্প্রতি জারি করা নিষেধাজ্ঞাকালীন সময়ে ৬০% মৎসজীবীর কাছে এখনো সহায়তা পৌছায়নি।
মতবিনিময় সভায় মৎসজীবীদের নানান সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন তিনি । তিনি মৎসজীবীদের জন্য নিষেধাজ্ঞাকালীন সময়ে প্রতি মাসে পরিবার প্রতি কমপক্ষে ৫ হাজার টাকা ও ৫০ কেজি চাউল বরাদ্ধের দাবী জানিয়েছেন। অনিয়ম রোধে জেলেদের সহায়তা কার্যক্রমে উপজেলা মৎস্য কর্মকার্তার অফিস ও জেলে প্রতিনিধিদের সাথে সমম্বয় করার তাগিদ দিয়েছেন।
তিনি সকল জেলেকে সুদ মুক্ত ঋণ এবং
জীবনবীমার আওতায় আনার দাবী জানিয়েছেন।

পূর্বের খবরসোনাদিয়ায় বন বিভাগের জমি দখল করে চিংড়ি ঘের নির্মাণ! যৌথ অভিযানে বাঁধ গুড়িয়ে দিয়েছে- মহেশখালী উপজেলা প্রশাসন
পরবর্তি খবরহোয়ানকে মহিলা সমাবেশে ডক্টর হামিদুর রহমান আযাদ