বাহারছড়া ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত!

প্রেস বিজ্ঞপ্তি, ০৭ মার্চ ২০২৫
“ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসুন” -জেলা আমীর আনোয়ারী
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ইসলাম বাংলাদেশের স্বাধীনতা -সার্বভৌমত্বের গ্যারান্টি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে ক্রিয়াশীল সকল আদর্শের আলোকে দেশ পরিচালিত হয়েছে কিন্তু দেশের মানুষ সত্যিকারের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্তি পায়নি। তাই সত্যিকারের মানবতার মুক্তির জন্য প্রয়োজন ইসলামী আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করা। তাই ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্য জেলা আমীর সকলের প্রতি আহ্বান জানান। ৭ মার্চ টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়ন শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় জামায়াত নেতা ডা. মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা শফিউল হক জিহাদী, উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ, ইউনিয়ন সভাপতি মাওলানা মোস্তাক আহমদ, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ উল্লাহ প্রমুখ।
পূর্বের খবরমাহে রামাদান কে স্বাগত জানিয়ে জেলা ব্যাপী জামায়াতের মিছিল 
পরবর্তি খবরমহেশখালী নিউজ এর আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।