হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে—কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা

 

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রমাণ করেছে—ক্ষমতার অবস্থান যাই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, জুলাই–আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে নিহত ও ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের প্রতি এ রায় ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ প্রতিফলন। আদালতে উপস্থাপিত সাক্ষ্যে দেখা গেছে—নিরস্ত্র তরুণ-তরুণী ও শিশুদের ওপর হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়েছিল।

তিনি জানান, প্রায় ১,৪০০ মানুষের প্রাণহানি শুধু একটি সংখ্যা নয়; প্রত্যেকেই ছিলেন স্বপ্নও অধিকারসম্পন্ন নাগরিক। এ রায় তাদের দুর্ভোগকে স্বীকৃতি দিয়েছে এবং নিশ্চিত করেছে যে ন্যায়বিচারের প্রশ্নে কোনো ছাড় নেই।

প্রফেসর ইউনূস বলেন, দীর্ঘ দমন-পীড়নে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তি পুনর্গঠনে এখন আস্থা ফিরিয়ে আনা জরুরি। আইনের শাসন ও মানবাধিকারে অটল থাকলে ন্যায়বিচার স্থায়ী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং স্বীকারোক্তিকারী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের সাজা দেয়।

পূর্বের খবরনতুন কুঁড়ি শিশু প্রতিযোগিতার বিজয়ীরা দেশের সংস্কৃতির ভবিষ্যৎ নেতৃত্ব দেবে : তথ্য উপদেষ্টা
পরবর্তি খবর“ভারতীয় ব্রাহ্মণ্যবাদী সরকারকে খুশি করে আলেমদের ফাঁসিতে ঝুলিয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল হাসিনা” — মামুনুল হক