কক্সবাজার প্রতিনিধি |
কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডে গণসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর) বলেছেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। মানুষের নিরাপত্তা, সামাজিক সুবিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শনিবার বিকেলে ভিপি বাহাদুর কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আব্দুর রশীদ, মুহাম্মদ শহীদুল্লাহ, ৫ নং ওয়ার্ড আমীর মাওলানা মুজহেরুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সেক্রেটারি হাবিবুর রহমান তৌহিদ, এবং জামায়াত নেতা নূরুল আমীন ও ফোরকান আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।










































