জেলা জামায়াতের বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত

 

“বৈষম্যমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে”

কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে ১২ নভেম্বর বিকেলে শহরের একটি মিলনায়তনে বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “রুকনগণ জামায়াতে ইসলামী’র মূল চালিকাশক্তি। ইসলামী আন্দোলনের দায়িত্ব, ত্যাগ ও আদর্শ তারা আন্তরিকতার সাথে বহন করে যাচ্ছেন। সমাজ ও রাষ্ট্রে ন্যায়ভিত্তিক ইসলামী পরিবর্তন আনতে রুকনদের আদর্শিক দৃঢ়তা, ত্যাগ ও ঈমানী চেতনাকে আরও সুদৃঢ় করতে হবে।”
তিনি বলেন, “দেশ ও ইসলামবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় কর্মীদের ধৈর্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সাথে কাজ চালিয়ে যেতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কার বিজয় সময়ের দাবি।”
তিনি সকল জনশক্তিকে ঘরে ঘরে মানবিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন,
“জামায়াতের রুকনরা এই আন্দোলনের প্রাণশক্তি। আল্লাহভীতি, আমলনিষ্ঠা ও আদর্শিক দৃঢ়তা বজায় রেখে সমাজে দাওয়াত, সেবা ও কল্যাণমূলক কার্যক্রম বিস্তারের মাধ্যমে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে হবে।”

সম্মেলনে সাংগঠনিক আলোচনা শেষে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, জেলা অফিস সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান, শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সেক্রেটারি রিয়াজ মুহাম্মাদ শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পূর্বের খবরএকই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা—জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী
পরবর্তি খবরতরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি পরিণত হয় এক অভূতপূর্ব গণসমাবেশে