সীমান্ত জনপদের নিরাপত্তা, উন্নয়ন ও সুবিচারের জন্য দাঁড়িপাল্লা মার্কার বিকল্প নেই — মুহাম্মদ শাহজাহান

উখিয়া-টেকনাফের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, “সীমান্ত জনপদের নিরাপত্তা, উন্নয়ন ও সামাজিক সুবিচারের জন্য দাঁড়িপাল্লা মার্কা বিজয়ের বিকল্প নেই।”

তিনি বলেন, উখিয়া-টেকনাফ সীমান্ত জনপদটি মিয়ানমারের সংলগ্ন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয়স্থল হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। এই অঞ্চলের নিরাপত্তা, উন্নয়ন ও সমৃদ্ধি বর্তমানে সুদূর পরাহত। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতে হবে।

শনিবার (৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সেক্রেটারি ও আসন পরিচালক জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আমীর ও কক্সবাজার-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি—যেখানে ফ্যাসিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতির কোনো স্থান নেই। সাম্য, শান্তি ও মানবিক বাংলাদেশ গড়তে জনগণের ভোটাধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।” তিনি গণভোটের মাধ্যমে ‘জুলাই সনদ’ এর আইনী স্বীকৃতির দাবি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, “নির্বাচনের আগে গণভোট দিতে হবে। জনগণ ‘হ্যাঁ’ ভোট দিলে দেশ নতুন কাঠামোতে এগিয়ে যাবে, আর ‘না’ ভোট দিলে আমরা জনগণের রায় মেনে নেব।”

প্রধান বক্তা অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী বলেন, “আমরা উখিয়া-টেকনাফের মানুষের সামাজিক নিরাপত্তা, উন্নয়ন ও অধিকার ফিরিয়ে দিতে চাই। মাদক ও দুর্নীতি রোধ করে সীমান্ত জনপদকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ অঞ্চলে রূপ দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উখিয়া উপজেলা নায়েবে আমীর ও আসন সচিব মাওলানা নূরুল হক।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোছাইন ছিদ্দিকী, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা আমীর মাওলানা রফিকুল্লাহ।
উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, টেকনাফ উপজেলা সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ভোট কেন্দ্র প্রতিনিধিবৃন্দ।

পূর্বের খবরসাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর — ভিপি বাহাদুর
পরবর্তি খবরউখিয়া রাজাপালং ইউনিয়নে অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর গণসংযোগে জনস্রোত