মহেশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ডায়াগনস্টিক সেন্টারগুলোকে ৩৬ হাজার টাকা জরিমানা

 

সরওয়ার কামাল, মহেশখালী—১৯ নভেম্বর
মহেশখালী পৌরসভা এলাকায় অবস্থিত বেশ কয়েকটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করেছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন, প্রয়োজনীয় অনুমোদন না থাকা এবং বিভিন্ন অনিয়ম পাওয়ায় এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে পৌর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, মহেশখালীতে দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠছে। এসব প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন সনদ, প্যাথলজি ও এক্সরে ল্যাবের সরঞ্জাম, সেবার মান, পরিচ্ছন্নতা এবং রোগীদের নিরাপত্তা সরেজমিনে পরিদর্শন করা হয়।

অভিযানকালে নিউরন ডায়াগনস্টিক সেন্টার, মহেশখালী ডেন্টাল পয়েন্ট, ওয়ান হেলথ কেয়ার, আইল্যান্ড হেলথ কেয়ারসহ মোট ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ অনুযায়ী জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান,
“জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অভিযানের সময় উপস্থিত ছিলেন—
কক্সবাজার সদর হাসপাতালের কনসালটেন্ট (প্যাথলজি) ডা. জিয়া উদ্দিন,
মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহফুজুল হক,
এছাড়াও পুলিশ ও আনসার সদস্যদের একটি টিম।

পূর্বের খবরমহেশখালীতে দায়িত্বশীল মৎস্য আহরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত