মহেশখালীতে দায়িত্বশীল মৎস্য আহরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

সরওয়ার কামাল, মহেশখালী–১৮ নভেম্বর

মহেশখালীতে ২০২৫–২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় দায়িত্বশীল মৎস্য আহরণ (CCRF) এবং অবৈধ, অনিয়ন্ত্রিত ও অনিবন্ধিত মাছধরা (IUU Fishing) প্রতিরোধে একটি দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম।
পরিচালনা করেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পরিমল চন্দ্র পাল।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন তথ্য সংগ্রহকারী মোহাম্মদ শাকিবিল্লাহ।

প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা।
তিনি বলেন, দায়িত্বশীল মৎস্য আহরণ দেশের সামুদ্রিক সম্পদ রক্ষার সবচেয়ে কার্যকর উপায়। অপরিকল্পিত ও অবৈধ মৎস্য আহরণ শুধু মাছের প্রজনন ধ্বংস করে না, বরং দীর্ঘমেয়াদে জেলেদের জীবিকাকেও হুমকির মুখে ফেলে। তাই সরকারের নীতিমালা অনুসরণ করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ ধরার প্রতি তিনি জেলেদের বিশেষভাবে উদ্বুদ্ধ করেন।

প্রশিক্ষণে সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, নিষিদ্ধ মৌসুমে মাছ ধরা বিরত থাকা, উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষা, নিরাপদ যান্ত্রিক নৌচালনা, জেলেদের সুরক্ষা–নিয়মাবলি ও IUU Fishing বন্ধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রশিক্ষণ কার্যক্রমে জানানো হয়—
১৬ নভেম্বর অনুষ্ঠিত প্রশিক্ষণসহ দুইদিনে মোট ৪০ জন জেলে অংশ নেন, যার মধ্যে প্রথম দিন ছিলেন ২০ জন জেলে।

স্থানীয় জেলে প্রতিনিধিরা জানান, দায়িত্বশীল মৎস্য আহরণবিষয়ক এ প্রশিক্ষণ তাদের বাস্তবজ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করেছে। ভবিষ্যতে টেকসই মাছসম্পদ রক্ষায় তারা মাঠ পর্যায়ে এসব নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

পূর্বের খবর“ভারতীয় ব্রাহ্মণ্যবাদী সরকারকে খুশি করে আলেমদের ফাঁসিতে ঝুলিয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল হাসিনা” — মামুনুল হক
পরবর্তি খবরমহেশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ডায়াগনস্টিক সেন্টারগুলোকে ৩৬ হাজার টাকা জরিমানা