মহেশখালীতে খেলাফত মজলিসের মহাসমাবেশে আল্লামা মামুনুল হক
সরওয়ার কামাল, মহেশখালী – ১৭ নভেম্বর
মহেশখালীতে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত বিশাল জনসভায় সংগঠনের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, “ভারতীয় ব্রাহ্মণ্যবাদী সরকারকে খুশি করে এদেশের আলেম-ওলামাদের ফাঁসিতে ঝুলিয়ে খুনের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল হাসিনা।”
তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছরে আওয়ামী সরকারের ফ্যাসিবাদী শাসন বাংলার ঘরে ঘরে শোকের মাতম বইয়ে দিয়েছে। হাজারো পরিবারকে নিঃস্ব করে লাশের মিছিল তৈরি করা হয়েছে। ভারতের সংবিধানের নীতিমালা কপি করে দেশ চালানোর চেষ্টা এবং আলেম-ওলামাদের ওপর রাষ্ট্রীয় জুলুম–নির্যাতন ছিল সেই ক্ষমতায় টিকে থাকার অংশ।
মামুনুল হক আরও বলেন, “বাংলার প্রতিবাদী মানুষ জুলাইয়ের গণঅভ্যুত্থানে সেই ফ্যাসিবাদী শাসন প্রতিহত করেছে। আজ বাংলার মাটিতে লেডি ফেরাউনের বিচার প্রমাণ করেছে, এ দেশে আর কোনদিন ফ্যাসিবাদের ঠাঁই হবে না।”
১৭ নভেম্বর বিকেলে মহেশখালীর বড় মহেশখালী নতুন বাজার মাঠে উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে অনুষ্ঠিত এ মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্য দেন সংগঠনের মহেশখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা রহমত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা আতা উল্লাহ আমিন
সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান
সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুছা
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহেদুজ্জমান
ছাত্র মজলিসের সভাপতি আব্দুল আজিজ
কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আবছার উদ্দিন চৌধুরী
সিনিয়র সহসভাপতি মাওলানা মহসিন শরীফ
জেলা সাধারণ সম্পাদক মাওলানা জে এইচ এম ইউনুস
সাংগঠনিক সম্পাদক মাওলানা সোলাইমান
হেফাজত ইসলাম মহেশখালীর সভাপতি ও খেলাফত মজলিস মহেশখালী উপদেষ্টা মাওলানা জামালুল আনোয়ার
যুব মজলিস কক্সবাজার জেলা সভাপতি মাওলানা হাফিজ উদ্দিন
ছাত্র মজলিস কক্সবাজার জেলা সভাপতি আজিম উদ্দিন











































