নভেম্বরের মধ্যেই জুলাই সনদের গণভোট চাই: ডা. তাহের

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে নভেম্বরের মধ্যেই জুলাই সনদের আদেশের ওপর গণভোট আয়োজন জরুরি।

শনিবার সন্ধ্যায় ঢাকার মগবাজার আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,

> “আমরা জাতীয় সংসদ নির্বাচন চাই, তবে তার আগে জুলাই সনদের গণভোট চাই। সবাই গণভোটে একমত হলেও, একটি দল নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাব দিয়েছে—যা সম্পূর্ণ অবাস্তব।”

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, মোবারক হোসাইন ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ।

ডা. তাহের বলেন, জাতীয় ঐক্যই বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ। এজন্য তিনি বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আলোচনার টেবিলে বসে সমাধান খোঁজার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “গণভোটে তিন হাজার কোটি টাকা লাগলেও তা জাতীয় প্রয়োজনের তুলনায় তুচ্ছ। বিদেশে পাচার হওয়া অর্থের একটি অংশ ফিরিয়ে আনলেই এক হাজার গণভোট করা সম্ভব।”

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “১৯৯১ সালে জামায়াতের সমর্থন ছাড়া বিএনপি সরকার গঠন করতে পারেনি। অথচ আজ তারা অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে। বিএনপি এখন ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো আচরণ করছে।”

তাহের অভিযোগ করেন, বিএনপি ‘সংস্কারের’ নামে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। “বিএনপি নেতারা এখন মিথ্যা দাবি করছে যে, জামায়াত সংস্কার বা জুলাই সনদ চায় না। অথচ তাদের এ দাবির কোনো প্রমাণ নেই।”

ডা. তাহের বলেন, ড. ইউনূস সরকার জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় এসেছে। তাঁর সততা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি সরকারকে আহ্বান জানান যেন কোনো মহলের প্ররোচনায় পড়ে ভুল পদক্ষেপ না নেয় এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে।

পূর্বের খবর🌍 ১১ দেশের ২১ স্টেশনে প্রবাসী ভোটার নিবন্ধন চলছে : ইসি সচিব
পরবর্তি খবর🎯 অনলাইন জুয়ায় জড়িত অ্যাকাউন্ট ব্লক করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব