তরুণ প্রজন্মই দেশ গড়ার মূল শক্তি : ড. হামিদুর রহমান আযাদ

🎓 কুতুবদিয়ায় ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি ⏤
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুতুবদিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ।
প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নবনির্বাচিত ভিপি মো. ইব্রাহিম হোসেন রনি।

🔹 “দুর্নীতি, দারিদ্র্য ও বেকারত্বকে ‘না’ বলুন”

প্রধান অতিথির বক্তব্যে ড. আযাদ বলেন,

> “বাংলাদেশ কোনো দরিদ্র দেশ নয়। এ দেশের সম্পদ ও মানবসম্পদ যদি সুপরিকল্পিতভাবে কাজে লাগানো যায়, তবে বাংলাদেশও প্রথম বিশ্বের কাতারে দাঁড়াতে পারবে।”

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানান —

> “নিজেকে গড়ে তুললেই দেশ গড়ার পথ সুগম হয়। পৃথিবীকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে। শিবির যে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”

🔹 “যোগ্য নেতৃত্ব তৈরির কাজ করছে ছাত্রশিবির”

প্রধান বক্তা মো. ইব্রাহিম হোসেন রনি বলেন,

> “স্বাধীনতার ৫৪ বছরে দেশ সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে পিছিয়ে আছে। সরকার বদলেছে, কিন্তু জনগণের ভাগ্য বদলায়নি। ছাত্রশিবিরই সেই নেতৃত্ব তৈরির মিশনে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন,

> “২০২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্র-জনতা প্রমাণ করেছে—দেশের পরিবর্তন কোনো ‘মাস্টারমাইন্ডের’ ওপর নির্ভর করে না। ফ্যাসিবাদের পতন ঘটিয়ে তারা নতুন বাংলাদেশ গঠনের পথ উন্মুক্ত করেছে।”

🔹 অন্যান্য বক্তারা

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলার সাবেক সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, জেলা সভাপতি আবদুর রহিম নুরী,
কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী,
কুতুবদিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ এম. এ. মান্নান,
জেলা ছাত্রশিবিরের মানবকল্যাণ সম্পাদক আলী আহসান মুহাম্মদ মুজাহিদ,
সাবেক উপজেলা সভাপতি মাস্টার উসমান গণি,
উপজেলা সভাপতি মোহাম্মদ বিন ইব্রাহিম এবং বিশিষ্ট লেখক ও কলামিস্ট আলী ওসমান শেফায়েত।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম।

🔸 সংক্ষিপ্ত সারাংশ:
নবীন শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে ও উন্নত ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দিতে কুতুবদিয়া সরকারি কলেজে ছাত্রশিবিরের এই আয়োজন তরুণদের মধ্যে নতুন উদ্যম সঞ্চার করেছে।

পূর্বের খবরএসএমই খাতকে অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ
পরবর্তি খবরদেশে ভোটার সংখ্যা এখন ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন