বড় মহেশখালীতে গণসংযোগে ড. হামিদুর রহমান আযাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ড. এ.এইচ.এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, “জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী ও অর্থহীন উদ্যোগ।”
তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট সম্পন্ন করতে হবে—অন্যথায় দেশপ্রেমিক জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে নামতে বাধ্য হবে।
গতকাল বৃহস্পতিবার বড় মহেশখালী নতুন বাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, “গণভোটের আয়োজন মানে জুলাই সনদের প্রতি অবমাননা। জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি না দিয়ে জাতীয় নির্বাচন আয়োজন করা অর্থহীন। এতে দেশের পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়বে।”
ড. আযাদ বলেন, “আমরা দেশের স্থিতিশীলতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখছি। তবে সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে জনগণের আন্দোলন কেউ থামাতে পারবে না।”
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে আগামী দিনের নিরাপদ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসাইন, উপজেলা জামায়াতের দক্ষিণাঞ্চলীয় সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, বড় মহেশখালী ইউনিয়ন জামায়াত সভাপতি জালাল উদ্দিন, মাষ্টার আব্দুল মাজেদ, সাবেক ছাত্রনেতা আব্দুল মোতালেবসহ শতাধিক নেতা-কর্মী ও স্থানীয় সমর্থকগণ।











































