গণভোট ছাড়া নির্বাচন সম্ভব নয়, সংবিধান অনুযায়ী ভোট ২০২৯ সালেই: হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন ২০২৯ সালের আগে হওয়া সম্ভব নয় যদি না গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে আট দলীয় জোটের সমাবেশে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, “সংবিধানে স্পষ্টভাবে বলা আছে, নির্বাচন পাঁচ বছর পরপর অনুষ্ঠিত হবে। ২০২৪ সালে যদি নির্বাচন হয়, তবে ২০২৬ সালে পুনরায় নির্বাচনের সুযোগ কোথায়? সংবিধান অনুযায়ী পরবর্তী নির্বাচন হবে ২০২৯ সালে।”

তিনি আরও বলেন, “যারা বলেন সংবিধানে গণভোটের ধারা নেই, তাদের মনে করিয়ে দিতে চাই— আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই ধারা বাতিল করেছিল। এখন যারা বলেন গণভোট নেই, তারা কি তবে শেখ হাসিনার বক্তব্যই পুনরাবৃত্তি করছেন না?”

জুলাই সনদ বাস্তবায়নের দাবি

আযাদ বলেন, “সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সমাজকে নতুন ভিত্তিতে গড়ে তুলতে হলে জনগণের মতামতের ভিত্তিতে গণভোটের আয়োজন জরুরি। জুলাই সনদ ছাড়া যেমন সংস্কার সম্ভব নয়, তেমনি সুষ্ঠু নির্বাচনও সম্ভব নয়।”

বিএনপিকে উদ্দেশ্য করে বক্তব্য

বিএনপির উদ্দেশে তিনি বলেন, “আপনারা কি আবারও দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চান? বাংলাদেশের জনগণ এমন পরিস্থিতি আর মেনে নেবে না। আসুন, সবাই মিলে সরকারকে বলি— এখনই জুলাই সনদ বাস্তবায়নের নির্দেশ দিন।”

পূর্বের খবরএক মঞ্চে ইশতেহার ঘোষণা, পোস্টার নিষিদ্ধ : আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান
পরবর্তি খবরমহেশখালী পৌরসভার তৃণমূল মহিলা কর্মী সমাবেশে ড. আযাদ