উখিয়া রাজাপালং ইউনিয়নে অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর গণসংযোগে জনস্রোত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী রবিবার (৯ নভেম্বর) রাজাপালং ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা নুরুল হক, অধ্যক্ষ রহমতুল্লাহ, নুর মোহাম্মদ সিকদার, আবদুল্লাহ আল-মামুন, মাওলানা আবুল হোছাইন, মাওলানা আবু নাইমসহ বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি বলেন, “জনগণের আস্থা ও ভোটে নির্বাচিত হতে পারলে উখিয়া-টেকনাফের উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করবো।”
গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণ প্রার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং শান্তিপূর্ণ পরিবর্তনের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।
পূর্বের খবরসীমান্ত জনপদের নিরাপত্তা, উন্নয়ন ও সুবিচারের জন্য দাঁড়িপাল্লা মার্কার বিকল্প নেই — মুহাম্মদ শাহজাহান
পরবর্তি খবর📰 কক্সবাজারে ভিপি বাহাদুরের অঙ্গীকার: নাগরিক সেবায় ভোগান্তি লাঘবে বাস্তব পদক্ষেপ