শাপলাপুর দিনেশপুরে সুফল প্রকল্পের সুবিধা ভোগীদের বন সংরক্ষণ সতেজকরণ কর্মশালা অনুষ্ঠিত 

সরওয়ার কামাল মহেশখালীঃ২০ই মার্চ
মহেশখালী রেঞ্জ উপকূলীয় বনবিভাগ চট্রগ্রামের আয়োজনে শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকায় সুফল প্রকল্পের সুবিধাভোগী বনলতা ও স্বর্ণলতা বন সংরক্ষণ গ্রামের সতেজকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ই মার্চ সকাল ১০টায় দিনেশপুর বিট অফিসে দিনেশপুর বিট অফিসার মঞ্জুরুল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন- বারিয়াপাড়া মডেল একাডেমির প্রধান শিক্ষক এম. আব্দুল হান্নান। কর্মশালায়  সিএফএমসি, ভিসিএসসি ও এফএসি কমিটির সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
পূর্বের খবরহোয়ানকে মৎস্য চাষীদের মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 
পরবর্তি খবরবাংলাদেশের বিদেশী ঋণ এখন ১০০ বিলিয়ন ডলারেরও বেশি