এনায়েত উল্লাহ আব্বাসীর বিরুদ্ধে মামলা

এ তথ্য নিশ্চিত করেন শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার। তিনি মঙ্গলবার রাতে বলেন, ‘মুক্তিযুদ্ধাদের কটাক্ষ করার অপরাধের একটি অভিযোগ থানায় এসেছে ডিজিটাল নিরাপাত্তা আইনে মামলা নেওয়ার জন্য।

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে মতামত আসার পর মামলা নিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। ’
উল্লেখ্য, ২-৩ দিন আগে ফেসবুকের একটি টকশোতে এনায়েতউল্লাহ আব্বাসী মুক্তিযোদ্ধাদেরকে জঙ্গির সঙ্গে তুলনা করেন। ভার্চুয়াল সংযোগের মাধ্যমে টকশোটি অনুষ্ঠিত হয়। সেখানে অন্যান্য আলোচকের সঙ্গে যুক্ত ছিলেন এনায়েতউল্লাহ আব্বাসী। এক পর্যায়ে তিনি মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করেন

পূর্বের খবরএসএসসি-কক্স-৮৭ : সভাপতি সাংসদ আশেক, সাধারণ সম্পাদক সাংবাদিক রানা
পরবর্তি খবরমহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে সিজার ও অপারেশন