৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে কক্সবাজারে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত

কক্সবাজার সরকারী কলেজের প্রিন্সিপ্যাল প্রেফেসর গিয়াস উদ্দিন বলেন, কুতুবদিয়ায় সব দলের নেতৃত্ব থাকলেও উন্নয়নে পিছিয়ে। তিনি নেতৃত্বে থাকা সবদলের নেতৃবৃন্দকে একজায়গায় বসে কুতুবদিয়ার উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান। প্রেফেসর গিয়াস উদ্দিন কক্সবাজারস্থ কুতুবদিয়া সমিতির উদ্যেগে ভয়াল ২৯ এপ্রিলে নিহতদের স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, ৩২ বছর আগে যে অবকাঠামোগত কারণে ঘূর্ণিঝড়ে কুতুবদিয়াসহ উপকূলে ব্যাপক জানমালের ক্ষয়কতি হয়েছিল। ৩২ বছর পরেও টেকসই বেড়ীবাঁধ না হওয়া অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। তিনি ২৯ এপ্রিলে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের মাগফিরাত কামনা করেন।

শনিবার বিকেলে কক্সবাজার পৌরসভা মিলনায়তনে এই দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, শওকত ওসমান তালুকদার। সাংবাদিক হুমায়ুন সিকদারের পরিচালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান সাংবাদিক শামসুল হক শারেক, পৌর কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, পৌর কাউন্সিলর এম আকতার কামাল আজাদ, অধ্যাপক আহমদ ফারুক, দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশিদ, প্রভাষক ওমর ফারুক দিনার, আলহাজ্ব হারুন অর রশিদ সিকদার, সেলিম উল্লাহ চৌধুরী, আলহাজ্ব কফিল উদ্দিন, এড নুরুল হুদা কুতুবী, এম এজাবতুল্লাহ কুতুবী, আতাউর রহমান কায়সার, গোলাম আরিফ লিটন, ছৈয়দ আলম, মাঃ নুরুল আলম, মাওলানা কায়সার, এড. লুৎফুল করিম, মাওলানা আনসার কুতুবী, মাওলানা আবু বকর, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ফেরদৌস, মোহাম্মদ আমান উল্লাহ, নুরুল বশর বাদশা, মাহবুবুল আলম,সোহেল সরওয়ার, মাওঃ আবদুর রহমান কুতুবী, মোহাম্মদ শহিদুল্লাহ,মাহবুবুল হক, একেএম রিদওয়ানুল করিম, মাওঃ শফিউল আলম কুতুবী, ঠিকাদার এজাবতুল্লাহ, মোস্তাক আহমদ নুরুল আমিন ও আবদুশ শাকুর।

সভায় ৩২ বছর আগে ৯১ সালে ২৯ এপ্রিলের এইদিনে ভয়াল ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওঃ সালাহউদ্দিন মোহাম্মদ তারেক।

দ্বীপের চতুর্পাশে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পেকুয়া-কুতুবদিয়া ফেরি সার্ভিস চালু করা ও বিদ্যুৎ সংযোগের দীর্ঘদিনের দাবি ছিল দ্বীপবাসীর। নিহতদের স্মরণের পাশাপাশি বক্তারা এই দাবীগুলো বাস্তবায়নের দাবী জানান।

এছাড়াও সম্প্রতি সরকার সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিয়েছে কুতুবদিয়ায়। সরকারের এই উদ্যোগকে বক্তারা সাধুবাদ জানান।

বক্তারা কুতুবদিয়া সমিতির কার্যক্রমকে আরো বেগবান করার উপর বক্তারা গুরুত্বারোপ করেন।

পূর্বের খবর‘দুর্নীতিবাজদের দাওয়াতে যাওয়া মানে রাষ্ট্রবিরোধী অবস্থান’
পরবর্তি খবরআমরা বেহেশতের বাগানে প্রবেশ করেছি : স্বরাষ্ট্রমন্ত্রী