12 Dec, 2020
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, মৌলবাদীদের শক্তিকে দেশ থেকে মুছে ফেলা হবে।
শনিবার (১২ ডিসেম্বর) রাতে “ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার ১২ বছর” শীর্ষক ওয়েবিনারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে তারা এই সাহস পায় কী করে! ভাস্কর্য যারা ভেঙেছে, তারা রাজাকার। ৭১-এ ছিল জামায়াত। এখন হয়েছে হেফাজত।
সজীব ওয়াজেদ জয় আরও বলেন, দেশকে একটি গোষ্ঠী পিছিয়ে নিতে চায়। তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। আমরা সেটা হতে দেব না। মৌলবাদীদের শক্তিকে দেশ থেকে মুছে ফেলা হবে।
আওয়ামী লীগ মৌলবাদকে প্রতিহত করতে পারে উল্লেখ করে জয় বলেন, স্বাধীনতার চেতনার ওপরে যারা হামলা করবে, তাদের বাংলাদেশ থেকে মুছে ফেলা হবে। রাজাকারদের মতো তাদেরও বিচার হবে।
উৎসঃ সময়টিভি