সীতাকুণ্ডে ৮টি স্বর্ণের বারসহ রোহিঙ্গা মা-ছেলে আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে আটটি স্বর্ণের বারসহ রোহিঙ্গা মা-ছেলেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।শনিবার (৩০ জুলাই) উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জঙ্গল সলিমপুর থেকে আটটি স্বর্ণের বারসহ রোহিঙ্গা দুই নাগরিককে আটক করা হয়েছে।
এ ছাড়া আলাদা অভিযানে কক্সবাজারের টেকনাফ থেকে ১০ কোটি টাকা মূল্যের ৩ লাখ ৫৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছেও বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

পূর্বের খবরসৌদি আরবে রীতি ভেঙ্গে কাবা শরীফের গিলাফ পরিবর্তন হচ্ছে আজ
পরবর্তি খবরউখিয়া থেকে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক-২