যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের পবিত্র সংবিধানকে মানেন না তাদের এ দেশে থাকার দরকার নেই বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ রোববার দুপুরে জেলার কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন তিনি।
সভায় নাজমুল হাসান পাপন বলেন, ‘বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশকে মানতে হবে, জাতীয় পতাকাকে মানতে হবে, মুক্তিযুদ্ধকে মানতে হবে এবং বঙ্গবন্ধুকে মানতে হবে।’
তিনি আরও বলেন, ‘একই দেশে স্বাধীনতার পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তি বলে কিছু নাই। হয় আমরা থাকবো, না হলে ওরা থাকবে’। এসময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফাসহ নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান, সদস্যগণ, উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।