শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা ব্যর্থ করে দিলেন ওসি

জি এম মিঠন, নওগাঁ: মাত্র ৪ বছর বয়সী শিশু আরমানকে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে সারে ৪ লাখ টাকা মুক্তিপণ চান অপহরণকারী। এ ঘটনায় শিশু সন্তান আরমানের মা শিশুকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। অপরদিকে শিশু আরমানের অপহরনকারী ফোনে যোগাযোগ করে মুক্তিপণের টাকা নেওয়ার জন্য মড়িয়া হয়ে উঠেন।

কিন্তু থানাতে সদ্য যোগদানকৃত ওসি আঃ হাই সাহেব এর কৌশলী অভিযানে আটক হোন সেই শিশু অপহরণকারী, একই সাথে শিশু আরমানকেও উদ্ধার করে তুলে দেন মায়ের কোলে। এশিশুটিকে অপহরণ এর ঘটনাটি ঘটেছে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ হাই জানান, শিশু আরমান (৪) কে অপহরণ করে তার পরিবারের কাছে সারে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারী। আর শিশু সন্তানকে হারিয়ে তার মা বাকরুদ্ধ (অসুস্থ) হয়ে পড়েন। এক পর্যায়ে শিশু আরমান এর পিতা নিরুপায় হয়ে মহেশখালী থানাতে এসে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলেন।

শিশুটির পিতার বর্ণনা শুনে প্রথমে একটি অপহরণ মামলা নেওয়া হয়। এরপরই কৌশলগত কারণে অপহরণকারীর দেওয়া বিকাশ নং এ বিকাশ করে টাকা পাঠানো হয় এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে যে নং টাকা পাঠানো হয়েছিলো সেটি সনাক্তকরণ করেই ২৯ শে সেপ্টেম্বর মঙ্গলবার রাত আড়াইটার দিকে রামু উপজেলায় অভিযান চালিয়ে রফিক নামের একজন অপহরণকারীকে আটকপূর্বক তার হেফাজতে থাকা শিশু আরমানকে উদ্ধার করে মায়ের কোলে ফিরে দেওয়া হয়। শিশু আরমানকে ফিরে পেয়ে তার মা ও বাবা আবেগে আপ্লূত হয়ে পড়েন।

উল্লেখ্য, ওসি আঃ হাই নওগাঁ জেলা সদর মডেল থানা ও পরে নওগাঁর সাপাহার থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত থাকাকালে ওনার সততা ও আন্তরিকতা সহ ভালো ব্যবহারে ঐ দুই থানা সহ নওগাঁ জেলাবাসীর কাছে তিনি সৎ বা ভালো কর্মকর্তা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। সম্প্রতি তিনি সাপাহার থানা থেকে বদলী হয়ে গত ২৬ শে সেপ্টেম্বর মহেশখালী থানাতে যোগদান করেন।