শপথ নিলেন মহেশখালীর মেয়র মকসুদ মিয়া

কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভার সাধারণ নির্বাচনে নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা ১২ টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এ শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান। এ সময় শপথ নেন মহেশখালী  পৌরসভার মেয়র মকছুদ মিয়া এবং কাউন্সিলর গণ।
মহেশখালী  পৌরসভার মেয়র মকসুদ মিয়া   বলেন, জননেত্রী শেখ হাসিনার পক্ষে মহেশখালীর মানুষের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়নের ধারা পৌঁছে দিতে বদ্ধপরিকর। জনগণের কল্যানের জন্য কাজ করে চলেছি। এ ধারা অব্যাহত রাখতে চাই। তাই সবার সহযোগিতা একান্ত কাম্য।
পূর্বের খবরবাংলাদেশে ভারতীয় সব চ্যানেল বন্ধ
পরবর্তি খবরঅনলাইন পোর্টাল প্রকাশের আগে রেজিস্ট্রেশন নিতে হবে: তথ্যমন্ত্রী