রোগীর সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে “বাঁধন অ্যাপস” নামে ডিজিটাল প্লাটফর্ম তৈরির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “বাঁধন” । এর ফলে একজন রোগী যেকোনো জায়গায় বসে তার আশেপাশে নিজের রক্ত গ্রুপের রক্তদাতার সন্ধান পাবেন। এতে রোগীর হয়রানি কমে যাবে।
আজ ১২ জুন রোববার বিকেলে সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে স্বেচ্ছায় রক্তাদাতাদের সংগঠন “বাঁধন” এর রজতজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক এস এম কোরবান আলী এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তিনি আরো বলেন, ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ হলে একটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “বাঁধন” এর যাত্রা শুরু হয়েছিল।
প্রতিষ্ঠার পর থেকে গত ২৫ বছরে সাড়ে নয় লাখ ব্যাগ রক্ত সরবরাহ করেছে বাঁধন।২০লাখ ১৭ হাজার মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া, করোনাকালীন সময়ে প্লাজমা সাপোর্ট সেন্টারের মাধ্যমে করোনায় আক্রান্ত রোগীদের প্লাজমা প্রদান, খাদ্যদ্রব্য ও নগদ অর্থ সহায়তা, ইফতার সামগ্রী বিতরণ সহ নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে বাঁধন।
আগামী ২৪ অক্টোবর বাঁধনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ” ৫০ পেরিয়ে বাংলাদেশ ,২৫ এ বাঁধন, স্বেচ্ছায় রক্তদান হোক সামাজিক আন্দোলন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ বছর পূর্তি উদযাপন করবে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন।
এই উপলক্ষে ১৪ টি কর্মসূচি হাতে নিয়েছে বাঁধন। এই কর্মসূচি গুলো হল:
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, জুন- জুলাই মাসে ২৫ হাজার বৃক্ষরোপণ, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাঁধনের কাজ বিদ্যমান নেই, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে রক্তদান সম্পর্কিত সচেতনামূলক প্রচারণা,
রোগীর সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে “বাঁধন অ্যাপস” নামে ডিজিটাল প্লাটফর্ম তৈরি উদ্যোগ নেয়া হয়েছে, দরিদ্র থ্যালাসেমিয়া রোগীদের বিনামূল্যে রক্ত পরিসঞ্চালনের ব্যবস্থা করা, বিনামূল্যে রক্তের স্ক্রীনিং ও ক্রসিংমেসিং এর ব্যবস্থা করা, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল ছাত্রদের শিক্ষার উপকরণ সরবরাহ করা,
২৪ অক্টোবর সকল শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য শোভাযাত্রা, ২৫ বারের বেশি রক্তদাতাদের সম্মাননা প্রদান,১৪ জুন রক্তদাতা দিবস উপলক্ষে কর্ম এলাকা ও এর বাইরে সচেতনতামূলক প্রচারণা, কেন্দ্রীয়ভাবে ২৮ অক্টোবর সাবেক ও বর্তমান কর্মীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মিলন মেলার আয়োজন, সাবেক ও বর্তমান কর্মীদের অনুভূতি প্রকাশ বিষয়ক দেয়ালিকা প্রকাশ, গত ২৫ বছর ধরে বাঁধন এর মাধ্যমে বাস্তবায়িত সকল কর্মসূচি ছবি সম্বলিত ফটোগ্যালারী প্রকাশ এবং সুভেনিয়র প্রকাশ।
এ সময় উপস্থিত ছিলেন বাঁধনের উদ্যোক্তা মোঃ শাহিদুল ইসলাম রিপন, বাঁধন ফাউন্ডেশনের সভাপতি রকিব আহমেদ, সাধারণ সম্পাদক মীর আসাদুজ্জামান রিন্টু, বাঁধন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা আসাদুল ইসলাম আসাদ, রজত জয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক মোঃ মাজহারুল হুদা লিজন, বাঁধন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ নেওয়াজ, দপ্তর সম্পাদক মায়া বসু প্রমুখ।