যুবককে গলা কেটে রেখে গেল বাড়ি পাশে

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে আজিজুল হক নামের যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ জুলাই) দিবাগত রাত সোয়া একটার দিকে সদরের ভারুয়াখালীর ৯ নম্বর ওয়ার্ডের উল্টাখালীতে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল হক ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, বাড়ির পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে তাৎক্ষণিক পুলিশের দুটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এলাকাবাসীর বরাত দিয়ে এ কর্মকর্তা আরও জানান, আজিজুল হকের একটি গ্রুপ ছিল। চিহ্নিত প্রতিপক্ষরাই ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্বের খবরচট্টগ্রাম ওয়াসার ৪ হাজার কোটি টাকার সুয়ারেজ প্রকল্পের বিরুদ্ধে করা মামলা খারিজ
পরবর্তি খবরকক্সবাজারে সৈকতে গোসল করতে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু