মাত্র ১ ভোটের ব্যবধানে বিজয় পেলেন শহীদুল ইসলাম মুন্না

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে মহেশখালী উপজেলা নিয়ে গঠিত ৮ নম্বর সাধারণ ওয়ার্ডে হাতি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া শহীদুল ইসলাম মুন্না তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে মাত্র ১ ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছেন।

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন।

সোমবার ১৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে এ ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারমধ্যে, হাতি প্রতীক নিয়ে জেলা জাতীয় পার্টির নেতা শহীদুল ইসলাম মুন্না পেয়েছেন ৪৬ ভোট। অপরদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা এম. আজিজুর রহমান তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ ভোট। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যাবধান মাত্র ১ ভোট। এছাড়া, একই ওয়ার্ডে অপর প্রার্থী মোঃ সাইফুল কাদির-টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ ভোট। এ ওয়ার্ডে মোট ১১৭ জন ভোটারের মধ্যে সব ভোটই কাস্ট হয়েছে। ইভিএম পদ্ধতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ৮ নম্বর সাধারণ ওয়ার্ড (মহেশখালী) তে সদস্য পদে বিজয়ী শহীদুল ইসলাম মুন্না কুতুবজোম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কক্সবাজার শহরের হোটেল সীকুইন হোটেলের সত্বাধিকারী মরহুম কবির আহমদ কোম্পানির পুত্র।

অপরদিকে, মাত্র ১ ভোটের ব্যাবধানে হেরে যাওয়া এম. আজিজুর রহমান মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস ছিলেন।