মহেশখালী পৌরসভা নির্বাচনে মকছুদ মিয়া তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত

মহেশখালী পৌরসভা নির্বাচনে মকছুদ মিয়া ৩য় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। সোমবার ২০সেপ্টেম্বর অনুষ্টিত পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে ৭০০৭ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সরওয়ার আজম নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪৫৮ ভোট।
মহেশখালী পৌরসভায় পুরুষ কাউন্সিলর পদে যারা জয়লাভ করেছেন- ১নং ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আবু তাহের, ২নং ওয়ার্ডে টেবিল লাইট প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে আজিজ মিয়া, ৩নং ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে কাজী মোতাহের হোসেন, ৪নং ওয়ার্ডে ব্ল্যাকবোর্ড প্রতীক নিয়ে জনি মং, ৫নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মনজুর আহমদ, ৬নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীক নিয়ে প্রণব কুমার দে,৭ নং ওয়ার্ডে  উটপাখি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন শামসুল আলম বাদশা, ৮নং ওয়ার্ডে ভোট স্থগিত, ৯নং ওয়ার্ডে টেবিল লাইট প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন খায়ের হোসেন, সংরক্ষিত নারী সদস্য পদে ১,২,৩ নং ওয়ার্ডে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন সুলতানা বিলকিছ, ৪, ৫, ৬নং ওয়ার্ডে জবাফুল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন প্রীতিকনা চম্মা, ৫,৬,৭ নং ওয়ার্ডে চশমা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন দিলারা সুলতানা তারা।মহেশখালী পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন এডিসি আমিন আল পারভেজ।