মহেশখালী থানা পুলিশের উদ্যোগে কালারমারছড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদ ভবনের হল রুমে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৬ শে মে বিকাল ৫ টায় অনুষ্টিত বিট পুলিশিং সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু তাহের ফারুকী। উক্ত সভায় উপস্থিত ছিলেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল হাই পিপিএম, কালামারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মনোয়ারা বেগম, মেম্বার মোহাম্মদ শরীফ’সহ মহেশখালী থানার বিটের অফিসারগণ’সহ স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

মহেশখালী-কুতুবদিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু তাহের ফারুকী তাঁর বক্তব্যে বলেন পুলিশের’র নিকট কালারমারছড়াবাসীর অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া হবে। মহেশখালী থানা পুলিশের পুলিশি সেবা হবে সম্পূর্ণ ভিন্ন রকম। এসপি সার্কেল জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারণদের সহায়তায় সকলে মিলে একটি ভালো পুলিশ উপহার দিতে এবং প্রযুক্তিনির্ভর ভালো পুলিশিং করার আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সভার মাধ্যমে বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার সহযোগীতা কামনা করেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল হাই, এসময় তিনি জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন। সর্বপরি কালারমারছড়া এলাকায় পুলিশকে মাদক মুক্ত, সন্ত্রাস, জঙ্গী ও অপরাধ মুক্ত গড়ে তোলার লক্ষে স্থানীয় জনসাধারণের সহযোগীতা কামনা করেন।

পূর্বের খবররোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনে সেনাবাহিনীও কাজ করবে
পরবর্তি খবরশেখ হাসিনার মহানুভবতায় কারাগারের বাইরে খালেদা জিয়া -তথ্যমন্ত্রী