দীর্ঘ বিরতির পর মহেশখালীর প্রথম নিউজ পোর্টাল মহেশখালী নিউজ এর কার্যক্রম পুনরায় শুরু।
2011 সালের মে মাসের 16 তারিখ অনলাইন রেজিস্ট্রেশন হওয়ার পর হতে অনলাইন কার্যক্রম শুরু হয়। এক ঝাঁক তারুণ্যদীপ্ত সংবাদকর্মীদের পদচারণায় মহেশখালী নিউজ এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। সে সময় মহেশখালী নিউজ কর্তৃপক্ষ পরীক্ষামূলক কার্যক্রম শুরু উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করে। পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে অনেক সিনিয়র রিপোর্টার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সিনিয়র রিপোর্টার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্নভোজ শেষে সকল সংবাদকর্মী বন্ধুদের এবং স্থানীয় রবি খুচরা বিক্রেতাদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয় উক্ত ফুটবল ম্যাচ শেষে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।
দীর্ঘ দুই মাস পরীক্ষামূলক কার্যক্রম চালানোর পর 2011 সালের 22 জুলাই মহেশখালী নিউজ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন
মহেশখালী পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কাওসার হোসেন
ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার্নিউজ এর সম্পাদক আকতার চৌধুরী।
উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করা হয়। আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা উপহার তুলে দেন মহেশখালী নিউজ এর সম্পাদক রওশন আলী। উক্ত অনুষ্ঠানে অনেক সিনিয়র সংবাদকর্মী গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি হয়।