মহেশখালীতে ৫ দিন ব্যাপী সমন্বিত খামার স্থাপন ও বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সরওয়ার কামাল মহেশখালীঃ ১৮ই ডিসেম্বর

মহেশখালীতে সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারন এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১৮ই ডিসেম্বর দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন- অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীখী মারমা। স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছৈয়দুল হক। এসময় উপস্থিত ছিলেন – ইমপ্যাক্ট প্রকল্পের সহকারী প্রকৌশলী ছৈয়দ আল ফরহাদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) তৃতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের উপকার ভোগী যুবদের “সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ২০ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন। তাদেরকে সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ে ব্যাপক ধারণা দেওয়া হচ্ছে।

পূর্বের খবরকালারমারছড়া প্রতিপক্ষের হামলায় আহত যুবলীগ নেতা মকসুদের মৃত্যু
পরবর্তি খবরমাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু