মহেশখালীতে যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র দের মাঝে শীতবস্ত্র বিতরণ

সরওয়ার কামাল মহেশখালীঃ

মহেশখালীতে যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১২ই ডিসেম্বর বিকাল ৩টায় ছোট মহেশখালী দক্ষিণ নলবিলা যুব উন্নয়ন ফাউন্ডেশনের কার্যালয়ে মহেশখালী যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি শহিদুল ইসলাম লিটনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  তাছবীর হোসেন, প্রধান বক্তা ছিলেন- মহেশখালী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান, বিশেষ অতিথি ছিলেন- ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন সিকদার, মহেশখালী উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাফর আলম জাবের, মহেশখালী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিফতাহুল করিম বাবু, ছোট মহেশখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মফিজুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী লীগ নেতা আব্দুল আজিজ, বোরহান উদ্দিন আযম, সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, সমাজ সেবক মোহাম্মদ শফি প্রমুখ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যুব উন্নয়ন ফাউন্ডেশনের সকল সদস্য সহ স্থানীয় নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

পূর্বের খবররাষ্ট্রপতি সায় দিলে ২৯ ডিসেম্বর থেকে সেনা মোতায়েন
পরবর্তি খবরমহেশখালীতে আদিনাথ মন্দির সংস্কার কমিটির নির্বাচন :প্রণব প্রতিনিধি নির্বাচিত