মহেশখালীতে দোহাস জেলা বৃত্তির পুরস্কার বিতরণী ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

  • সরওয়ার কামাল মহেশখালীঃ ২৩ই মার্চ
মহেশখালীতে দোহাস জেলা বৃত্তির পুরস্কার বিতরণী ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ই মার্চ সকাল ১০টায় মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তন দোহাস ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান ও মহেশখালী ক্যামব্রিয়ান হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শামসুদ্দহার সভাপতিত্বে কুতুবজোম লাল মোহাম্মদ সিকদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মহেশখালী-কুতুবদিয়ার মাননীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। উদ্বোধক ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মিখী মারমা, প্রধান আলোচক ছিলেন- দোহাস ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব আব্দু শুক্কর সিআইপি। বিশেষ অতিথি ছিলেন-মহেশখালী থানার ওসি সুকান্ত চত্রুবর্তী, মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ভবরঞ্জন দে, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কুদ্দুস চৌধুরী, আওয়ামীলীগ নেতা ব্রজ গোপাল ঘোষ, কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাহবুব আলম, পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবু ছিদ্দিক,  বড় মহেশখালী মুন্সীর ডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদ আল করিম, ফকিরাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ,  পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আজিজুল হক, আদিনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠুন ভূট্রাচার্য্য, অভিভাবক প্রতিনিধি মোঃ আব্দুর রহিম, আওয়ামীলীগ নেতা শান্তু, শাপলাপুর আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক বখতেয়ার আলম, শাপলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলা প্রভা দে, কালারমারছড়া আল আমিন মডেল একাডেমির প্রধান শিক্ষক মোঃ ইউনুছ, অভিভাবক প্রতিনিধি মোঃ নুরুল আলম প্রমুখ। অনুষ্ঠানে মহেশখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদ ও ত্রুেস্ট প্রদান করা হয়েছে।  অনুষ্ঠানে মহেশখালী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পূর্বের খবরভারত থেকে খাদ্যশস্য আমদানি কমেছে ৯৩%, চিনি কমেছে ৭০ শতাংশ
পরবর্তি খবরটিসিজেএ’র মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তারা