মহেশখালীতে এক একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত

চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের আওতাধীন মহেশখালী রেঞ্জে আনুমানিক এক একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করেছে বন বিভাগ।

গতকাল সোমবার (৭ ই ডিসেম্বর ) উক্ত রেঞ্জের শাপলাপুর বিটে ২০২০-২০২১ ইং সনে ৬০.০ হেক্টর স্বল্প মেয়াদি বাগান সৃজনের নিমিত্তে নার্সারী উত্তোলনের জন্য দুইল্ল্যার ঝিড়ি নামক স্থানে আনুমানিক ১.০ ( এক একর) জায়গা জবর দখল মুক্ত করা হয়। সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে এসব জায়গা দখলমুক্ত করা হয় বলে জানা যায়।

বিভাগীয় বন কর্মকর্তা এস এম গোলাম মাওলার নির্দেশে, সহকারী বন সংরক্ষক সাইফুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায়, রেঞ্জ কর্মকর্তা অভিজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে, শাপলাপুর বিট কর্মকর্তা মোঃ রাজিব উদ্দিন ইব্রাহিম, দিনেশপুর বিট কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন, মুদির ছড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস এবং অত্র রেঞ্জের সকল বিটের স্টাফ ও ভিলেজারদের সমন্বয়ে উক্ত অভিযান পরিচালিত হয়।

শাপলাপুর বিট কর্মকর্তা রাজিব উদ্দীন ইব্রাহিম বলেন, পাহাড়ে সক্রিয় দালাল চক্রের সহায়তায় ভূমিদস্যুরা সরকারি জায়গা দখল করে স্থাপনা ও অবৈধ পানের বরজ গড়ে তুলেছে। আজকের অভিযানে দখলদারদের উচ্ছেদ করে জায়গাগুলো সরকারের আওতায় নিয়ে আসা হয়।

স্বল্পমেয়াদি বাগান সৃজনে নার্সারি উত্তোলনের জন্য অভিযান পরিচালনা করে জায়গা জবর দখলমুক্ত করা হয় বলে জানান রেঞ্জ কর্মকর্তা অভিজিত কুমার বড়ুয়া। সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করতে এই ধরনের অভিযান অব‍্যাহত থাকবে বলেও জানান তিনি।