- সরওয়ার কামাল মহেশখালীঃ
মহেশখালীতে আদিনাথ মন্দির সংস্কার কমিটি থেকে সীতাকুণ্ড স্নাইন কমিটি’র প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৩ই ডিসেম্বর সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আদিনাথ মন্দির সংস্কার কমিটির ৭১ সদস্য’রা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে বর্তমান কাউন্সিলর প্রণব কুমার দে ৩৬ ভোটে নির্বাচিত হন। ভোটের ফলাফল মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিখী মারমা ঘোষণা করেন।
উল্লেখ্য- সীতাকুণ্ড স্নাইন কমিটি নতুন ভাবে কমিটি গঠন করার জন্য মহেশখালী আদিনাথ সংস্কার কমিটি হতে ১ জন প্রতিনিধি নির্বাচিত করে নাম প্রেরণের জন্য এই নির্বাচন সম্পন্ন হয়েছে।