কিউবার রাজধানী হাভানার একটি পাঁচ তারকা হোটেলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ বিস্ফোরণ হয়।
হোটেলটি কিউবা সরকারের পুরোনো কংগ্রেস ভবনের বিপরীতে অবস্থিত। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ হিসেবে কর্মকর্তারা গ্যাস লিকজকে দায়ী করছেন।
পাঁচ তলা বিশিষ্ট বিলাসবহুল সারাতোগা হোটেলটি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। এ সংকট কাটিয়ে কয়েক দিনের মধ্যে এটি পুনরায় চালু করার কথা ছিল। বিস্ফোরণের ফলে এর বাইরের দেয়ালের বেশির ভাগ অংশ বিধ্বস্ত হয়েছে।
ওই হোটেলের ঠিক পেছনে একটি স্কুল রয়েছে। তবে স্কুলটির কোনো ক্ষতি হয়নি। স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন, বিস্ফোরণের পরপরই শিক্ষার্থীদের নিরাপদে সরানো গেছে।
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল ক্ষতিগ্রস্ত হোটেল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, এটি কোনো বোমা হামলার ঘটনা নয়। এটি একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা।
ঐ বিস্ফোরণের পর ইসলামি প্রজাতন্ত্র ইরান কিউবার সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ বলেছেন, হাভানায় বিস্ফোরণের ঘটনায় সমবেদনা জানাচ্ছি আমরা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।#
পার্সটুডে/এসএ/৭