মঙ্গলবার (১৯ অক্টোবর) শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। ডিবিসি টিভি
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সব মানুষ তার স্ব স্ব ধর্ম পালনের পাশাপাশি শান্তিতে বসবাস করবে। দেশে যেনো কোনো সাম্প্রদায়িকতার ঘটনা না ঘটে সে ব্যপারে সব ধরনের চেষ্টা চলছে।
তিনি বলেন, আমি চাই, দেশের প্রত্যেকটা মানুষের জীবন সুন্দর হোক, তারা সবাই স্বাধীনভাবে বসবাস করুক।
বঙ্গবন্ধুর হত্যার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, খুনি মুস্তাকের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলো। তারা আমার আদরের ছোট ভাই শেখ রাসেল কেউ খুন করার নিদের্শ দিয়েছিলো।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে নিয়ে তিনি বলেন, কোনো পথ শিশুই আর কষ্টে থাকবে না। শিশুরা যাতে ক্ষুধা এবং কোনো ধরনের নির্মমতার স্বীকার না হয়। সেইজন্য তাদের ঘর, শিক্ষা, চিকিৎসা ও তাদের মেধা বিকাশের চেষ্টা করে যাচ্ছি।আস