
যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় বাহিনী বিএসএফ। নিহতের লাশ সীমান্তের ইছামতি নদীতে ফেলে দিয়েছে হত্যাকারীরা।
নিহত শরিফুল ইসলাম(২৫) শার্শা থানার রাজগঞ্জ গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে। নিহতের স্ত্রী মদিনা খাতুন ও চাচা ইউনুস আলী জানান, শরিফুল পেশায় গরু ব্যাবসায়ী। গত সোমবার তিনি এই সীমান্ত দিয়ে গরু কিনতে ভারতে যান। বুধবার ভোর রাতে গরু নিয়ে দেশে ফেরার পথে ঝাউডাংগা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যার পর লাশ ইছামতি নদীতে ভাসিয়ে দেয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলমসহ পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি জানান, অবৈধভাবে শরিফুল সীমান্ত অতিক্রম করে ভারতে যায়। শরিফুলের বুকে গুলির ক্ষত চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত ছাড়া এখনই কিছু বলা যাবে না। আমরা বিষয়টা খতিয়ে দেখবো এবং লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। তারপর তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী জানান, বুধবার সকালে বিজিবির একটি দল নদীর পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে তার লাশ ভাসতে দেখে শার্শা থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ নিহতের লাশ ইছামতি নদী থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এই মুহূর্তে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।
ঢাকাটাইমস