ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, ২০২২ সালে বাংলাদেশ যেন রাজনৈতিক, অর্থনৈতিক ও সংস্কৃতির ক্ষেত্রে মানবিক দিকে এগিয়ে যায় এটাই আমার প্রত্যাশা। তিনি মানবজমিনকে বলেন, আমাদের দেশের প্রবৃদ্ধি অনেক বেড়েছে কিন্তু মনুষ্যত্ব ধসে গেছে। মনুষ্যত্ব ধসে গেলে প্রবৃদ্ধি হুমকির মধ্যে পড়বে। তিনি আরো বলেন, বাংলাদেশে কোন রাজনীতি নেই । আমি আশা করবো নতুন বছরে আমাদের রাজনীতি ফিরে আসবে। ২০২১ সাল পুরোটাই কেটেছে আমাদের করোনার সঙ্গে।
বছরের শেষ দিকে আবার যোগ হয়েছে ওমিক্রন। সরকার চেষ্টা করেছে করোনা পরিস্থিতি মোকাবেলা করার।
তবে সরকারের সফলতায় আমাদের দেশের করোনা পরিস্থিতি ভালো তা কিন্তু নয়। বরং সরকারের নির্দেশনা মানুষ না মানলেও করোনা বা ওমিক্রন অতটা ছড়ায়নি । এটা হচ্ছে স্রষ্টার কৃপা । স্রষ্টার কৃপায় আমরা ভালো আছি । ২০২১ সালেও আমাদের রাজনীতি ছিল ফাঁকা । বছরের শেষ দিকে রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অসাংবিধানিক সংলাপে জড়ালেন।
সংবিধানের কোথাও নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ বা সার্চ কমিটির কথা বলা নেই। নির্বাচন কমিশন গঠনে এটি একটি অসাংবিধানিক পন্থা। আইন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আইনমন্ত্রী যে বলছেন আইন করার সুযোগ নেই । আমি মনে করি চটজলদি আইন করার সুযোগ আছে। সংবিধানের সাতের এক ধারা অনুযায়ী জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ কি চায়? নির্বাচন কমিশন গঠনে জনগণ আইন চায় কি চায় না এজন্য গণভোট করতে হবে । জনগণের রায় অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।