প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, থানায় থানায় পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে, পদের সংখ্যা বাড়ানো হয়েছে, পদোন্নতির সুযোগও বেড়েছে। এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। কাজেই আপনাদের চাওয়ার কিছু নেই। চাওয়ার আগেই আপনাদের সব দেওয়া হয়েছে।
পুলিশ সপ্তাহ উপলক্ষে আজ সোমবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে শেখ হাসিনা আরো বলেন, প্রতি বছর পুলিশ সপ্তাহ আসলে দাবি আসে। গতকাল (রবিবার) আমি আপনাদের দাবির বিষয়ে যা বলার বলে দিয়েছি।’ ‘আইনশৃঙ্খলা বাহিনী ঠিকমতো চলতে পারলে দেশের উন্নতি হয়। এজন্য আপনাদের দাবি তোলার আগেই আমি পূরণ করেছি।
তিনি উল্লেখ করেন, ৯৬ সালে প্রথমবার ক্ষমতায় এসে দেখি পুলিশের বাজেট ৪০০ কোটি টাকা। আমরাই বাজেট দ্বিগুণ করে দেই। তখন পুলিশ রেশন পেতো ২০ শতাংশ। সেটাও আমরা দ্বিগুণ করে দিয়েছিলাম। তখনকার অর্থনৈতিক অবস্থা ততটা ভালো ছিল না। তারপরও সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব করেছি।
এর আগে, অবসরে যাওয়ার পর পুলিশ সদস্যদের রেশন ও অবসর ভাতাসহ বেশ কিছু নির্দেশনা বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (৫ জানুয়ারি) পুলিশ সপ্তাহের কল্যাণ সভায় উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছেও বিষয়টি তিনি জানতে চান।
কল্যাণ সভার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, পুলিশের প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবসময় একটা আন্তরিকতা ছিল। সেজন্য তিনি পুলিশের বেতন বাড়িয়ে দিয়েছিলেন। এরপর যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তখন আমরা পুলিশের সুযোগ-সুবিধা বাড়িয়েছি। আমি সরকারে আসায় আমার কাছে কোনও কিছু দাবি করতে হয় না। বরং আমরা সমস্যাটা খুঁজে বের করে এক এক করে সমাধান করার চেষ্টা করেছি।
প্রধানমন্ত্রী বলেন, এবার যে দাবিগুলো তোলা হয়েছে তার অনেকগুলো গত বছরও তোলা হয়েছিল। সেগুলো বিবেচনার জন্য বলাও হয়েছিল। আমার অফিস থেকে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠিয়েছিলাম। সেটা কেনও মুলতবি আছে আমি জানি না। পুলিশের সেক্রেটারি এখানে বসে আছেন, আমি তাদের কাছে জানতে চাই যে, এগুলো কেন বাস্তবায়ন হয়নি।
এছাড়াও তিনি রাজারবাগ পুলিশ লাইন্সের পূর্ব পাশে গণপূর্তের যে আবাসিক দালানগুলো উঠছে, সেখানে পুলিশ সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে আবাসন বরাদ্দের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, অন্যরা যেমন নিজেদের সুবিধাগুলো বলে নেয়, তখন পুলিশের কথা ভুলে যায়। আমি মনে করি পুলিশকে আরও ভালোভাবে সুবিধা দেওয়া উচিত। কারণ, তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে।#
পার্সটুডে