পদ্মা জয়ে প্রধানমন্ত্রীকে সাংবাদিক সংসদ কক্সবাজারের অভিনন্দন

* প্রেস বিজ্ঞপ্তি :
পদ্মায় বাংলাদেশ এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয় হয়েছে আশাবাদ ব্যক্ত করে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক সংসদ কক্সবাজার নেতৃবৃন্দ।
রোববার ২৬ জুন গণমাধ্যমে প্রেরিত বার্তায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান সংগঠন সভাপতি আনোয়ার হাসান চৌধুরী (দৈনিক স্বদেশ প্রতিদিন/বিজয়বাংলা/সাপ্তাহিক রোববার), সহ সভাপতি দর্পণ বড়ুয়া (দৈনিক ইত্তেফাক), সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সোহরাব হোসেন চৌধুরী (বিএনসিনিউজ), সাংগঠনিক সম্পাদক এস.এইচ মুক্তা (সিবিডি নিউজ), সদস্য মোঃ আবদুল করিম (দৈনিক আজকের কক্সবাজার), মোঃ মীর মোশাররফ হোসেন (দৈনিজ সকালের কক্সবাজার), কাইছার পারভেজ চৌধুরী (দৈনিক আমাদের কক্সবাজার), মোঃ ছানাউল করিম (দৈনিক রূপালী সৈকত), শফিউল হক রানা (সিবিডি নিউজ) ও তাসনিয়া হাসান তাহি প্রমুখ।
সাংবাদিক সংসদ নেতৃবৃন্দ অনুভূতি ব্যক্ত করেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে দেশবাসি ছাড়াও বিশ্ববাসিকে তাক লাগিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু জাতিকে মর্যাদা ও গৌরবের পাশাপাশি দিয়েছে অদম্য ইচ্ছাশক্তি ও সাহস। তাই পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা।
কক্সবাজার।
২৬ জুন ২০২২
পূর্বের খবরসীমান্ত এলাকায় আবারও মাদক ব্যবসার বিস্তার : ইয়াবার পর আসছে আইস
পরবর্তি খবরচট্টগ্রাম ওয়াসার ৪ হাজার কোটি টাকার সুয়ারেজ প্রকল্পের বিরুদ্ধে করা মামলা খারিজ