নিজ বাড়িতে ডুকতে দেয়া হলো না, গেটেই মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় দিনভর অপেক্ষা করেও বাড়িতে ঢুকতে না পেরে জালাল উদ্দীন (৩৫) নামে একজনের হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জালালের লাশ উদ্ধার করে পুলিশ।

জালাল উদ্দীন পুঠিয়া পৌর সদরের কাঁঠালবাড়িয়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, ধনাঢ্য বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ায় পর জালাল ঢাকা চলে যান। কিছুদিন আগে তার স্ত্রীও তাকে ছেড়ে অন্যত্র বসবাস শুরু করেন। গতকাল রোববার ঢাকা থেকে এসে জালাল বাড়ির পাশে একটি মসজিদে থাকেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি বাড়িতে আসেন। তাকে বাড়িতে ঢুকতে না দিয়ে তার মাসহ বাড়ির লোকজন গেটে তালা মেরে অন্যত্র চলে যায়। গেটে দিনভর অপেক্ষা করেও বাড়িতে ঢুকতে না পেরে হার্ট অ্যাটাক করে সেখানেই তার মৃত্য হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, খবর পেয়ে জালালের লাশ উদ্ধার করে পুলিশ। তার স্ত্রী নরসিংদী থেকে আসার পর মামলা হবে কিনা সেটা জানা যাবে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে।

উৎসঃ   নয়া দিগন্ত
পূর্বের খবরনগরীর সমস্যা নিয়ে পোস্টার: মামলা ছাড়াই গ্রেপ্তার কবি শামীম আশরাফ কারাগারে
পরবর্তি খবরভিসা ছাড়াই উমরাহ’র সুযোগ পাচ্ছেন ২৯ দেশের নাগরিকরা